ঢাকা মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫

সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর মনোনয়নের দাবিতে জরুরি সভা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫, ০৭:০৫ পিএম
সীতাকুণ্ডে আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়ার দাবিতে জরুরি সভা। ছবি- রূপালী বাংলাদেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে প্রার্থী হিসেবে অধ্যাপক আসলাম চৌধুরীকে (এফসিএ) মনোনয়ন দেওয়ার জোর দাবিতে সীতাকুণ্ড উপজেলা, পৌরসভা বিএনপি এবং সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীদের জরুরি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাটস্থত বাদশা ফেয়ার ল্যান্ড কমিউনি সেন্টারে এক জরুরি সভায় উপজেলা বিএনপির সভাপতি ডা. কমল কদরের সভাপত্বিতে আওরঙ্গজের মোস্তফার সঞ্চালনায় নেতাকর্মীরা বক্তব্য প্রদান করেন।

এ সময় বক্তারা বলেন, অধ্যাপক আসলাম চৌধুরী শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি সীতাকুণ্ডের জনতার হৃদয়ের মানুষ। দীর্ঘ নয় বছর কারাবরণের পরও তিনি দলের প্রতি অটল থেকেছেন। তার মতো ত্যাগী, সাহসী ও যোগ্য নেতারই এই আসনে প্রার্থী হওয়া উচিত।

নেতাকর্মীরা আরও জানান, সীতাকুণ্ডে বিএনপিকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে অধ্যাপক আসলাম চৌধুরীর বিকল্প নেই। তারা কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানান, আসন্ন নির্বাচনে ধানের শীষের মনোনয়ন অধ্যাপক আসলাম চৌধুরীর হাতে তুলে দেওয়ার জন্য।

বক্তারা আরও বলেন, সীতাকুণ্ডের মানুষ লায়ন আসলাম চৌধুরী ছাড়া অন্য কোনো প্রার্থীকে মেনে নিবেন না। যতক্ষণ পর্যন্ত আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়া হবে না ততক্ষণ তার রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন।