সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বিগ টিকিট লটারি ড্র-এ ২৫ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি টাকায় প্রায় ৭৬ কোটি) জিতেছেন ভারতীয় নাগরিক সারাভানন ভেঙ্কটাচালাম (৪৪)।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় পার্কিং লটে গাড়ি খুঁজতে গিয়ে একের পর এক অপরিচিত নম্বর থেকে ফোন পেলেও তিনি গুরুত্ব দেননি। পরে স্ত্রী ও বন্ধুদের ফোনে জানতে পারেন, সেই কলটি ছিল বিজয়ীর নাম ঘোষণা করার জন্যই।
চেন্নাইয়ের এই বৈদ্যুতিক প্রকৌশলী জানান, ‘প্রথমে ভেবেছিলাম বন্ধুরা মজা করছে। আমার নাম শোনার পরেও বিশ্বাস করতে পারিনি। সারাভানন নামে তো অনেকেই আছে!’
সারাভানন ২০১৯ সালে আরব আমিরাতে পাড়ি জমান। এর আগে কাতার ও ওমানে কাজ করেছেন তিনি। ১১ ও ৬ বছরের দুই মেয়ে রয়েছে তার। লটারি জেতার খবর নিশ্চিত হওয়ার পর সারভাননের প্রথম ভাবনা ছিল সন্তানদের ভবিষ্যৎ নিয়ে।
তিনি বলেন, ‘তাদের শিক্ষাই আমার প্রথম অগ্রাধিকার। এ অর্থ আমাকে তাদের জন্য স্বপ্ন অনুযায়ী ব্যবস্থা করতে দেবে।’
ঋণ পরিশোধ ও আর্থিক দায়বদ্ধতা থেকে মুক্ত হওয়াকেও তিনি এই জয়ের বড় প্রাপ্তি হিসেবে দেখছেন। জানান, ‘বিদেশে আসার সঙ্গে দায়িত্বও আসে। এই অর্থ আমাকে নতুন করে শুরু করার সুযোগ দেবে।’
ভারতীয় এই প্রবাসী বিগ টিকিট কেনা শুরু করেন প্রায় ছয় বছর আগে। সেসময় তার এক সহকর্মী পুরস্কার জিতেছিলেন। এবার তিনি ২৫ জনের একটি গ্রুপে অংশ নেন এবং ‘একটি কিনলে, একটি ফ্রি’ অফারে অনলাইনে টিকিটটি কেনেন। ভাগ্য নির্ধারণ করে দেওয়া নম্বর ছিল ৪৬৩২২১। গ্রুপের প্রত্যেক সদস্যই পাবেন প্রায় ১০ লাখ দিরহাম করে।
জয়ের খবর ছড়িয়ে পড়ার পর থেকে ফোনে অভিনন্দনের বন্যা থামছে না বলেও জানান সারভানন। তিনি বলেন, ‘বন্ধু, আত্মীয়, সহকর্মী সবাই উদযাপন করতে চাইছে। এখনো মনে হচ্ছে স্বপ্ন দেখছি।’
সূত্র: খালিজ টাইমস


