ঢাকা বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫

ময়মনসিংহ-৩ আসনের বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫, ১১:৩১ পিএম
ময়মনসিংহের গৌরীপুরে বিক্ষোভ মিছিল ও সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ।ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহ‑৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে গৌরীপুর উপজেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেছে আহাম্মদ তায়েবুর রহমান হিরণের অনুসারীরা। 

মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। 

নেত্রকোনা‐ময়মনসিংহ মহাসড়কের শ্যামগঞ্জ বাজার ও ডেঙ্গার মোড় ছাড়াও ময়মনসিংহ‐কিশোরগঞ্জ মহাসড়কের গাজীপুর বাসস্ট্যান্ড, রামগোপালপুর বাসস্ট্যান্ড, নেত্রকোনা‐ঈশ্বরগঞ্জ আঞ্চলিক সড়কের শম্ভুগঞ্জ বাজারে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়েছে। এই সময় হিরণের অনুসারীরা ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন–র মনোনয়ন পরিবর্তনের দাবিতে নানা স্লোগান দেন। 

ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও আহাম্মদ তায়েবুর রহমান হিরণ গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুজনই ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। 

গতকাল সোমবার ইকবাল হোসাইন ধানের শীষ প্রতীকের মনোনয়ন পান। পরে মনোনয়নবঞ্চিত হিরণের সমর্থকরা রাতেই শহরে বিক্ষোভ ও সমাবেশ করেন। আজ সকালে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস ট্রেন আটকিয়ে রেলপথ অবরোধ করা হয়।