আগামী জাতীয় নির্বাচনে পুলিশ যাতে স্বাধীনভাবে ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারে, সে লক্ষ্যেই শিগগিরই পুলিশ কমিশন অধ্যাদেশ জারি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, নির্বাচন হতে হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও উৎসবমুখর। পুলিশকে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশের কেউ যদি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকে, তাকে আইনের আওতায় আনা হবে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সার্বিক ব্যবস্থা নিতে বলা হয়েছে।
তিনি আরও বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হোক বা অন্য যেকোনোভাবে দেশে হত্যার ঘটনা ঘটুক, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান চলছে এবং রাউজান থেকে ১১টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, একটি রাজনৈতিক দল গতকাল তাদের মনোনয়ন তালিকা ঘোষণা করেছে। এর পর দেশের বিভিন্ন স্থানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বৈঠকে সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে তিনি বলেন, সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার এখনও বহাল রয়েছে। তবে নির্বাচনে এই ক্ষমতা থাকবে কিনা, তা এখনই বলা যাচ্ছে না—পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
 


