চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থীর নাম ঘোষণার পর এম. এ. হান্নানকে মনোনয়ন না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন তারা।
উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী এ সময় চাঁদপুর-রায়পুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিলটি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ফরিদগঞ্জ বাজার অতিক্রম করে থানা মোড়ে গিয়ে সমাবেশে পরিণত হয়।
এ সময় বিক্ষোভকারীরা স্লোগান দেন, দুর্দিনে পাশে থাকা নেতাকে বাদ দিয়ে মনোনয়ন কেন? তারা কেন্দ্রীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে ফরিদগঞ্জের পরীক্ষিত নেতা এম. এ. হান্নানকে প্রার্থী ঘোষণার দাবি জানান।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, উপজেলা যুবদল সভাপতি আমজাদ হোসেন শিপনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতারা।
এ সময় তারা বলেন, ফরিদগঞ্জে বিএনপির দুঃসময়ে যিনি সংগঠনকে আগলে রেখেছেন, তাকে বাদ দেওয়া নেতাকর্মীদের সঙ্গে অন্যায়। যতক্ষণ পর্যন্ত প্রার্থী পরিবর্তন না হবে, ততক্ষণ আমরা রাজপথ ছাড়ব না।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থান নেয়। তবে বিক্ষোভ ও সড়ক অবরোধে কোনো সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।


