ঢাকা মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫

ফুলবাড়ীতে সেতু ধসে সাত বছর পার, ভোগান্তিতে স্থানীয়রা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫, ১২:৩৫ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের পশ্চিম ধনিরাম এলাকায় ২০১৭-১৮ অর্থবছরে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত সেতুটি মাত্র তিন মাসের মধ্যেই ধসে পড়ে। এতে সরকারের প্রায় ৩১ লাখ টাকা খরচ নষ্ট হয়েছে। সাত বছর পার হলেও সেতুটি পুননির্মাণ না হওয়ায় স্থানীয়রা চরম ভোগান্তিতে পড়েছেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, খালের ওপর ভাঙা সেতুতে মানুষ ঝুঁকি নিয়ে অস্থায়ী ড্রামের ভেলায় পারাপার করছেন। স্কুলগামী শিক্ষার্থী, কৃষক ও কর্মজীবী মানুষের চলাচলে বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে।

স্থানীয়রা জানান, ভেলায় পারাপারে প্রায়ই দুর্ঘটনা ঘটে, বইপত্র ভিজে যায়, বন্যার সময় স্কুলে যাওয়া অসম্ভব হয়ে পড়ে।

স্থানীয় ইউপি সদস্য গোলাম মোস্তফা সরকার বলেন, “সেতুটি পুননির্মাণ না হলে স্থানীয়দের দুর্ভোগ চলতেই থাকবে।”

উপজেলা প্রকৌশলী মামুনুর রহমান জানান, আগের সেতুটি দুর্যোগ ও ত্রাণ বিভাগের প্রকল্পে নির্মিত হলেও রাস্তাটির সরকারি আইডি না থাকায় নতুন সেতু নির্মাণ প্রকল্প অনুমোদন কঠিন হচ্ছে।

স্থানীয়রা সরকারের প্রতি দ্রুত একটি মজবুত সেতু নির্মাণের দাবি জানান। এই উদ্যোগ নিতে হবে যাতে শিক্ষার্থী, কৃষক ও স্থানীয় মানুষজনের চলাচলে নিরাপত্তা নিশ্চিত করা যায়।