শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গুজাকুড়া নলকুড়া গ্রামের আশিক মাহমুদ (২৮) মঙ্গলবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মাত্র এক দিন আগে তিনি এক বন্ধুর মায়ের মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছিলেন।
হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গুজাকুড়া নলকুড়া গ্রামে। আশিক মাহমুদ মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
পরিবার ও সহপাঠী সূত্রে জানা গেছে, আশিক অনার্স ও মাস্টার্স শেষ করে চাকরির জন্য পড়াশোনা করছিলেন। তিনি ২০১২ সালে হিরন্ময়ী স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি, ২০১৪ সালে সরকারি নাজমুল স্মৃতি কলেজ থেকে এইচএসসি এবং ২০১৮ সালে সরকারি শেরপুর কলেজ থেকে অনার্স সম্পন্ন করেছিলেন।
মঙ্গলবার ভোরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতেই তাঁর মৃত্যু হয়। এর কয়েক ঘণ্টা আগেও তিনি ফেসবুকে সক্রিয় ছিলেন।
আশিকের সহপাঠী শরিফুল আলম বলেন, “আশিক খুব শান্ত ও ভদ্র ছেলে ছিল। হঠাৎ এভাবে চলে যাওয়া মেনে নেওয়া আমাদের জন্য খুবই কষ্টকর।”

