মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তার ও দুই গ্রুপের পূর্ববিরোধের জেরে কৃষক লীগ নেতার ছেলেকে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে মাথা ও পিঠে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ২৫০ শয্যা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত তুহিন দেওয়ান (২২) মোল্লাকান্দি ইউনিয়নের দক্ষিণ বেহেরকান্দি এলাকার ইউনিয়ন কৃষক লীগ সভাপতি সেলিম দেওয়ানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, তুহিন ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ মোল্লা ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মোল্লা গ্রুপের সমর্থক ছিলেন। গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তুহিন ও তাদের অনুসারীরা এলাকায় ফিরতে পারেননি। সম্প্রতি এলাকায় ফিরলে বিএনপি নেতা উজির আলী ও আওলাদ মোল্লা গ্রুপের সঙ্গে তাদের বিরোধ দেখা দেয়। এর জের ধরে রোববার রাতে তুহিনকে গুলি করে হত্যা করা হয় বলে দাবি স্থানীয়দের।
নিহতের মা লাখি বেগম অভিযোগ করেন, উজির আলীর লোকজন অতর্কিতভাবে আমার ছেলেকে গুলি করে হত্যা করেছে।
উজির আলী ও আওলাদ মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. ফিরোজ কবির বলেন, হাসপাতালে মরদেহের খবর পেয়ে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কে বা কারা ঘটনার সঙ্গে জড়িত তা উদঘাটনে কাজ চলছে। ময়নাতদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

