ঢাকা শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫

শ্রীলঙ্কাকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ০৪:৩১ পিএম
ছবি- সংগৃহীত

হংকং সিক্সেসে শ্রীলঙ্কাকে ১৪ রানে হারিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।  

শুক্রবার (৭ নভেম্বর) হংকংয়ে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৬ ওভারে ৫ উইকেটে ৭৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে রান তাড়ায় ৬১ রানেই অলআউট হয়ে যায় লঙ্কানরা। 

বাংলাদেশের ইনিংসে ৯ বলে ৪ ছক্কা ও ২ চারে সর্বোচ্চ ৩২ রান করেন অধিনায়ক আকবর আলি। 

এ ছাড়া ওপেনার হাবিবুর রহমান সোহানের ৭ বলে ২১ রান ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে পৌছাতে পারেননি। লঙ্কানদের হয়ে ধনঞ্জয়া লক্ষ্মণ, থারিন্দু রথানায়েকে ও লাহিরু সামারাকুন একটি করে উইকেট পান।  

জবাবে রান তাড়ায় ৬১ রানেই অলআউট হয়ে যায় লঙ্কানরা। লঙ্কানদের হয়ে ১২ বলে সর্বোচ্চ ১৮ রান করেন ধনাঞ্জয়া লক্ষ্মণ। এ ছাড়া লাহিরু সামারাকুন ৭ বলে ১৩ ও থানুকা দাবাড়ে ৩ বলে ১২ রান করেন। বল হাতে দুই ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন মোসাদ্দেক হোসেন সৈকত।