ঢাকা শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫

মঞ্জুরুলের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ জাহানারা আলমের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ১১:০৭ পিএম
জাতীয় দলের সাবেক ম্যানেজার মঞ্জুরুল ইসলাম ও জাহানারা আলম। ছবি- সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলম জাতীয় দলের সাবেক ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে অনৈতিক আচরণ ও যৌন হেনস্তার গুরুতর অভিযোগ তুলেছেন।

জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেওয়া সাক্ষাৎকারে এই টাইগ্রেস জানান, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে তিনি একাধিকবার শারীরিক অসৌজন্য ও অনুপযুক্ত মন্তব্যের শিকার হন।

জাহানারা বলেন, “উনি (মঞ্জুরুল ইসলাম) আমার কাছে আসল, এসে আমার কাঁধে হাত দিয়ে বলছে, ‘তোর পিরিয়ডের কত দিন চলছে? পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পিরিয়ড শেষ হলে তখন ডাকব, চলে আসিস।’”

ম্যাচ শেষ হওয়ার পর হ্যান্ডশেক করার সময় মঞ্জুরুল এসে জড়িয়ে ধরতেন অভিযোগ করে জাহানারা বলেন, ‘বিশ্বকাপের কিছু ম্যাচে, যখন আমরা লাইনে হ্যান্ডশেক করি, তখন তিনি (মঞ্জুরুল) হ্যান্ডশেক না করে জড়িয়ে ধরতেন।’

জাহানারার আরও বলেন, ‘বিষয়টি তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইং ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানালেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দেড় বছরে অসংখ্যবার অভিযোগ করেছি। প্রথমে কিছুদিন ঠিক থাকলেও পরে আবার একই আচরণে ফিরে যেতেন।’

এর আগে, বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধেও অনৈতিক সুবিধা নেওয়া ও জুনিয়র খেলোয়াড়দের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছিলেন জাহানারা আলম।