কলেজ শিক্ষার্থী ফজলে রাব্বি হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেছেন নিহতের পরিবার, স্থানীয় এলাকাবাসী ও সাধারণ শিক্ষার্থীরা।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে সাভারের সিএনবি এলাকায় মহাসড়ক অবরোধ করেন তারা।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেন, কলেজপড়ুয়া ফজলে রাব্বিকে পরিকল্পিতভাবে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। হত্যার পর লাশ বস্তাবন্দি করে জঙ্গলে ফেলে রাখা হয়। ঘটনার ১৪ দিন পর তার মরদেহ উদ্ধার করা হলেও হত্যাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি।
তারা বলেন, নিহত রাব্বি কলেজ শিক্ষার্থী হওয়া সত্ত্বেও কেউ কেউ ‘অটোরিকশা চালক’ পরিচয়ে অপপ্রচার চালিয়েছে, যা পরিবারকে অপমানের শামিল। দ্রুত দোষীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান তারা।
ফজলে রাব্বির মা নূরজাহান বেগম বলেন, ‘আমার ছেলে গত ১৭ অক্টোবর সকালে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। আমরা থানায় জিডি করি, কিন্তু কোনো খোঁজ পাইনি। পরে ৩০ অক্টোবর এলাকার লোকজন কলমা উত্তরপাড়ার জঙ্গলে বস্তাবন্দি অবস্থায় আমার ছেলের লাশ দেখতে পায়। আমি আমার ছেলের হত্যাকারীদের ফাঁসি চাই।’


