ঢাকা শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫

খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখার কার্যকর পথ: নাহিদ রানা

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ০৭:২৪ পিএম
বক্তব্য দেন ঠাকুরগাঁও-২ আসনের এবি পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. নাহিদ রানা। ছবি- রূপালী বাংলাদেশ। ছবি- রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে এইচপিএল (HPL) ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) কর্তৃক ঠাকুরগাঁও-২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সমাজসেবক, শিক্ষক, কবি ও গবেষক প্রভাষক মো. নাহিদ রানা। খেলা গত ২৫ অক্টোবর জেলার বালিয়াডাঙ্গীতে অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির, স্থানীয় জামায়াত ও শিবিরের নেতাকর্মীবৃন্দ এবং এবি পার্টির স্থানীয় নেতৃত্ববৃন্দ। খেলোয়াড়, দর্শক ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

বক্তব্যে নাহিদ রানা বলেন, ‘মাদক ও অনৈতিক কার্যকলাপ থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, এটি চরিত্র গঠন, শৃঙ্খলা ও মানবিকতার প্রতীক।’

তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ভবিষ্যতে এমন আয়োজনগুলোতে শুধু রাজনীতিবিদ নয়, বরং এলাকার শিক্ষক সমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পেশাজীবী মানুষদের সম্পৃক্ত করা উচিত। এতে সমাজে ইতিবাচক বার্তা ছড়াবে এবং যুবসমাজ অনুপ্রাণিত হবে।’

এইচপিএল  ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি গবেষক প্রভাষক মো. নাহিদ রানা। ছবি- রূপালী বাংলাদেশ

রাজনৈতিক প্রেক্ষাপটে নাহিদ রানা বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল ‘ক্ষমতা নয়, জনতা’। অথচ ৫ আগস্টের পর অনেক রাজনৈতিক দল আবারও ক্ষমতার প্রতিযোগিতায় মেতে উঠেছে। কেউ দুর্নীতি ও চাঁদাবাজিতে নিমগ্ন, কেউ অহংকারে নিজেদের শ্রেষ্ঠ ভাবছে, আবার কেউ আন্দোলনের চেতনা ভুলে ক্ষমতার লোভে অন্ধ হয়ে পড়েছে।’

তিনি বলেন, ‘এবি পার্টি দায় ও দরদের রাজনীতি করে। আমরা ক্ষমতার রাজনীতি নয়, জনগণের রাজনীতি করি। প্রয়োজনে আবু সাঈদ ও মুগ্ধদের মতোই এবি পার্টির নেতারা জীবন উৎসর্গ করতে প্রস্তুত, একটি ন্যায়ভিত্তিক, সুন্দর বাংলাদেশ গড়তে।’

নাহিদ রানা এবি পার্টির জনকল্যাণমূলক দৃষ্টিভঙ্গি তুলে ধরে বলেন, ‘আমরা চাই, প্রতিটি নাগরিক যেন ন্যায্য সুযোগ ও মর্যাদা পায়, কৃষক যেন তার ফসলের ন্যায্য দাম পায়, তরুণরা যেন দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ পায়, শিক্ষা হোক মানবিকতা ও মূল্যবোধের ভিত্তিতে, স্বাস্থ্যসেবা হোক দালালমুক্ত ও সবার জন্য সহজলভ্য, নারীরা যেন কর্মক্ষেত্রে সমান সুযোগ ও নিরাপত্তা পান, প্রযুক্তি ও উদ্ভাবনের সুবিধা যেন গ্রামীণ জীবনে পৌঁছে যায় এবং প্রশাসন হোক দুর্নীতিমুক্ত, যেখানে নেতৃত্ব মানে হবে সেবা, কর্তৃত্ব নয়।

তিনি আরও বলেন, ‘এবি পার্টির লক্ষ্য শুধুই ক্ষমতা অর্জন নয়, আমরা মানুষের জীবনে আলো ফেরাতে চাই—শিক্ষা, কর্ম, ন্যায় ও নীতিতে।’ জনগণের উদ্দেশে তিনি আহ্বান জানান, আগামী নির্বাচনে ভোট দেওয়ার আগে প্রত্যেক ভোটার যেন নিজের বিবেককে প্রশ্ন করে দেখে—কে সত্যিই জনগণের পাশে আছে।

পুরস্কার তুলে দেন ঠাকুরগাঁও-২ আসনের এবি পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. নাহিদ রানা। ছবি- রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁও-২ আসনের উন্নয়ন প্রসঙ্গে নাহিদ রানা বলেন, ‘শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আইসিটি, নারী ও যুব উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে ঠাকুরগাঁও-২ কে একটি আধুনিক, ন্যায্য ও মানবিক আসনে রূপান্তরিত করাই আমার লক্ষ্য।’

বক্তব্য শেষে তিনি বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন এবং খেলোয়াড়দের আরও উৎসাহিত করতে এমন ক্রীড়া আয়োজন নিয়মিত করার আহ্বান জানান।