বেনাপোল পৌরসভার সদ্যবিদায়ী মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১২টা ৪৫ মিনিটের দিকে পৌরসভার বড়আঁচড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় নাসির উদ্দিনের চাচাতো ভাই মফিজুর রহমান মফিজের ছেলে সজিব রহমান জানান, গভীর রাতে বাড়ির একটি অংশে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয়রা এগিয়ে আসে এবং সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে বেনাপোল ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে বাড়ির একটি অংশের প্রায় ৭০ শতাংশ পুড়ে ছাই হয়ে যায়।
তিনি আরও অভিযোগ করেন, অজ্ঞাত দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাদের বাড়িতে আগুন দিয়েছে। এ ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করে নাশকতাকারীদের প্রতি ঘৃণা জানিয়েছেন।
বেনাপোল ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার শাহিন হোসেন জানান, রাত ১টার দিকে তারা খবর পেয়ে সেখানে পৌঁছান। যাওয়ার পর দেখা যায় খড়িঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে এবং আগুনের তাপে মূল বাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত অভিযান পরিচালনা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

