রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে জানালার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সাথী বড়ুয়া (৩৭) নামে এক নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটেছে। পরে পুলিশ নার্সের মরদেহ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালের মধ্যে নার্সদের ড্রেস বদলানো রুমে নার্স সাথী বড়ুয়া ডিউটিরত অবস্থায় জরুরি বিভাগের সামনের কক্ষের জানালার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছিল। হাসপাতালের অন্যান্য স্টাফরা এ অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে উদ্ধার করে।
সূত্রে জানা যায়, সাথী বড়ুয়া সদর হাসপাতালের একজন সিনিয়র স্টাফ নার্স। প্রতিদিনের মত আজকেও তিনি ডিউটিতে এসে আত্মহত্যা করে। সাথী বড়ুয়া রাঙামাটি সদরের ৮নং ওয়ার্ডের মৃত মাখন বড়ুয়ার মেয়ে। তার ২ মেয়ে আছে। সাথীর বড় মেয়ে নবম শ্রেণিতে পড়ে।
সাথীর স্বামী সুমন বড়ুয়া বলেন, ‘সাথী কয়েক দিন ধরে অসুস্থ। তিনি আত্মহত্যা করেনি, এটা স্বাভাবিক মৃত্যু। তিনি অসুস্থতা সহ্য করতে না পেরে হয়তো বা এ কাজ করেছে।’ তিনি এই মৃত্যুর জন্য নার্স সাথীকেই দায়ী করেন।
কোতয়ালী থানার ওসি মো. সাহেদ উদ্দিন বলেন, ‘নার্স সাথী আত্মহত্যা করে মারা গেছে, এটা শতভাগ নিশ্চিত। তবে পরকীয়া জনিত কোনো কারণ হতে পারে। ময়না তদন্তের রিপোর্ট হাতে আসলে বিস্তারিত জানা যাবে।’


