ঢাকা শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫

বললেন প্রেস সচিব

ফেব্রুয়ারিতে নির্বাচন কেউ ঠেকাতে পারবে না

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ১১:৫৮ পিএম

ফেব্রুয়ারিতে নির্বাচন কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতেই সংসদ নির্বাচন অনুষ্টিত হবে। এতে কোনো সংশয় নেই। কেউ নির্বাচন ঠেকাতে পারবে না। মব ভায়োলেন্স দৃঢ়ভাবে দমন করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের জাতীয় সংসদ নির্বাচন হবে দেশের সবচেয়ে ভালো।’

গতকাল শুক্রবার সকালে নেত্রকোনা সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রেস সচিব। শফিকুল আলম বলেন, ‘ক্ষমতায় রাজনৈতিক দলগুলোই থাকবে। নির্বাচনের মাধ্যমে তারাই ক্ষমতায় আসবে। রাজনীতিতে গণতন্ত্র হচ্ছে সলিড ফাউন্ডেশন।’

কেউ কেউ ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন, সাংবাদিকদের এমন মন্তব্যের জবাবে প্রেস সচিব বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনো সংশয় যেমন নেই, তেমনি কোনো আশঙ্কা নেই। নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। সত্যিকার অর্থে কেউ নির্বাচন ঠেকাতে পারবে না।’

শফিকুল আলম আরও বলেন, ‘দেশের সর্বত্র নির্বাচনি প্রচারণা শুরু হয়ে গেছে। সব দলই প্রার্থীর নাম ঘোষণা করছে। তারা প্রচারণায় নেমেছে। মিছিল-মিটিং করছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেই জাতীয় সংসদ নির্বাচন হবে। নির্বাচন ঠেকানোর কোনো সুযোগ নেই।’

নির্বাচনের তপশিল বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ‘তপশিল কবে হবে, সেটা নির্বাচন কমিশনই ভালো বলতে পারবে। তবে ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে, এতে কোনো আশঙ্কা নেই।’ অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান প্রেস সচিব।

ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ ৮৩ কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘এটা পতিত সরকারের প্রপাগান্ডা। যারা পতিত সরকারের কাছ থেকে সুযোগ-সুবিধা নিয়েছেন, তারাই এসব ভুয়া কথা প্রচার করছেন। কিছু মিডিয়া এসব অসত্য বক্তব্যও প্রচার করছে।’

প্রেস সচিব আরও বলেন, ‘মফস্বল এলাকার সাংবাদিকদের বেতন বা সম্মানী দেয় না অনেক মিডিয়ায়। এটা খুবই দুঃখজনক বিষয়। এমনকি কিছু পত্রিকা আছে, বিজ্ঞাপনের কমিশনের টাকা সঠিক সময়ে দেয় না। তারা একবারও চিন্তা করে না সাংবাদিকেরা কীভাবে চলবেন। সারা দেশে কয়েক হাজার সাংবাদিক আছেন, তারা শুধু সাংবাদিকতা করেন। তারা রোদ-বৃষ্টি, ঝড়-তুফান, শীত-গরম উপেক্ষা করে সংবাদের পেছনে ছোটেন।’

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদসহ নেত্রকোনায় কর্মরত প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।