বুলগেরিয়ায় কৃষ্ণ সাগর এলাকায় বুর্গাস শহরের কাছে পুলিশের ধাওয়ার সময় গাড়ি দুর্ঘটনার শিকার হয়ে ছয় অভিবাসী নিহত এবং আরও ৪ জন আহত হয়েছে। বুলগেরিয়ার সংবাদ সংস্থা বিটিএ শুক্রবার (৭ অক্টোবর) এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রোমানিয়ার নিবন্ধিত স্কোডা গাড়িতে ১০ জন ছিলেন। বৃহস্পতিবার রাতে গাড়িটি পুলিশের চেকপয়েন্ট এড়িয়ে যায় এবং ধরা পড়া এড়াতে দ্রুত চলতে থাকে। এরপর দুর্ঘটনার কবলে পড়লে গাড়িটির রোমানিয়ান চালক এবং বেঁচে যাওয়া তিন অভিবাসীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে ঘটনাস্থলেই ছয় জন মারা যান বলে স্থানীয় চ্যানেল বিটিএ-কে জানিয়েছেন সীমান্ত পুলিশ প্রধান কমিশনার অ্যান্টন জ্লাতানোভ।
রোমানিয়া কর্তৃপক্ষ অবশ্য তাৎক্ষণিকভাবে গাড়ি দুর্ঘনায় এই মৃত্যুর খবর নিশ্চিত করে জানায়নি। বিটিএ জানিয়েছে, বেঁচে যাওয়া অভিবাসীরা আফগানিস্তানের বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে।
২০১৫ সাল থেকে বলকান দেশগুলো মধ্যপ্রাচ্য, আফগানিস্তান, এশিয়া ও আফ্রিকা থেকে ইউরোপে আশ্রয় নেওয়ার জন্য শরণার্থী এবং অভিবাসীদের প্রধান পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে। অনেকে তাদের সাহায্য করতে চোরাচালান নেটওয়ার্কও কাজে লাগিয়ে থাকে।



