ঢাকা শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫

ভোরের কুয়াশায় শীতের আগমনী বার্তা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ১২:১৪ এএম

ঋতুচক্রের পালাবদলে শরৎকাল শেষে এখন চলছে হেমন্ত। আর এই হেমন্তেই প্রকৃতি জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বেশ কিছু জেলায় ইতিমধ্যেই শীতের আমেজ স্পষ্ট হয়ে উঠেছে। এসব জেলায় রাতের তাপমাত্রা কমার পাশাপাশি কোথাও কোথাও পড়ছে হালকা কুয়াশা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন সারা দেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে, তবে রাতের তাপমাত্রা আরও সামান্য কমতে পারে।

গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে অধিদপ্তর জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ শনিবার থেকে সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময় রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। রোববার ও সোমবার দিনে দেশের সার্বিক আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এ দুদিনেই সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমবে। পঞ্চম দিন ১১ নভেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় দেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, মধ্যরাত থেকে ভোর পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। 

এদিকে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে ১০ নভেম্বর থেকে শীতের আগমন হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। তবে সারা দেশে শীতের পুরো আমেজ অনুভব করতে হবে নভেম্বর মাসের শেষ দিকে। দেশের প্রথম শৈত্যপ্রবাহের সম্ভাবনা সবচেয়ে বেশি ডিসেম্বরে।

বিডব্লিউওটি জানিয়েছে, আগামী ৮ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত সারা দেশে আবহাওয়া অনুকূল থাকবে। এই সময় কৃষিকাজ চালানোর জন্য অত্যন্ত উপযোগী। ধান কাটা থেকে শুরু করে শীতকালীন শাকসবজি চাষ শুরু করার জন্য এটি সুবিধাজনক সময়।

সংস্থাটি জানিয়েছে, লঘুচাপের প্রভাব কমে যাওয়ায় দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত কমতে শুরু করেছে। ২০ নভেম্বরের আগে বড় কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় ১৭-১৮ নভেম্বর বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।