ঢাকা শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫

ভারতে আটক ৩ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ০৬:২২ পিএম
আটককৃতরা। ছবি- রূপালী বাংলাদেশ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক তিন বাংলাদেশি নারী-পুরুষকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (৭ নভেম্বর) বিজিবি অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করে ওই তিন নারী-পুরুষকে ফুলবাড়ী থানায় সোপর্দ করে।

তারা হলেন উপজেলার কাশিপুর ইউনিয়নের উত্তর কাশিপুর গ্রামের মৃত আব্দুল বারেকের স্ত্রী বাহাতন বেওয়া (৪৮), তার মেয়ে একই ইউনিয়নের ঘুঘুরহাট গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী বানেছা বেগম (৩৫) ও নাতি মো. আলী (১৭)। 

পুলিশ জানায়, তারা তিনজন কয়েক বছর আগে কাজের সন্ধানে ভারতের দিল্লিতে যান। সেখান থেকে সীমান্তের দালালদের মাধ্যমে চোরাই পথে ফেরার সময় বৃহস্পতিবার গভীর রাতে তারা ভারতীয় বিএসএফের হাতে আটক হন। ওই রাতেই বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাদের লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধীন বালারহাট বিজিবি ক্যাম্পে হস্তান্তর করে। 

পরে বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করে শুক্রবার সকালে তাদের ফুলবাড়ী থানায় সোপর্দ করে। বর্তমানে তারা ফুলবাড়ী থানা হেফাজতে রয়েছেন।

ফুলবাড়ী থানার ওসি শওকত আলী সরকার জানান, বিজিবি পাসপোর্ট আইনে মামলা দায়ের করে তিনজনকে থানায় সোপর্দ করেছে। তাদেরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।