ঢাকা রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫

অস্ট্রেলিয়ায় সংগীত সফর শুরু প্রীতম হাসানের

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫, ০৬:২৭ এএম

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সংগীত সফরে নেমেছেন বাংলাদেশের তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান। আজ রোববার (৯ নভেম্বর) সিডনির মঞ্চে পারফর্মের মধ্য দিয়ে শুরু হচ্ছে তার এই সফর।

‘টিম প্রীতম’ নিয়ে ইতোমধ্যে সিডনিতে পৌঁছেছেন তিনি। এর আগে নাটকের শুটিংসহ বিভিন্ন কাজে অস্ট্রেলিয়া গেলেও সংগীতশিল্পী হিসেবে মঞ্চে এটি তার প্রথম সফর। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তাই রয়েছে ব্যাপক আগ্রহ।

জানা গেছে, সিডনি ও মেলবোর্নের কনসার্টে প্রীতমের সঙ্গে থাকছেন তার ভাই, জনপ্রিয় সংগীতশিল্পী প্রতীক হাসান। দুই ভাইয়ের এই যুগল পারফরম্যান্স আয়োজনটিতে এনেছে ভিন্ন মাত্রা।

‘বেস্ট অব বেঙ্গল’–এর আয়োজনে এই সফরের টিকিট প্রায় সব শহরেই শেষ। আয়োজকদের অন্যতম তানিম মান্নান বলেন, এই আয়োজন একেবারে টাইম মেশিনের মতো। দুই ভাই দুটি প্রজন্মের সংগীতকে এক মঞ্চে পরিবেশন করবেন। যেখানে আমরা খালিদ হাসান মিলুর কালজয়ী গান ‘তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়’ কিংবা ‘সেই মেয়েটি আমাকে ভালোবাসে কি না’-এর নস্টালজিয়ায় ভাসব, আবার পরমুহূর্তেই প্রীতমের ‘লাগে উরা ধুরা’ বা ‘দেওরা’-এর মতো চার্ট–টপার গানে মাতব।

সিডনি দিয়ে শুরু হওয়া প্রীতমের এই সংগীতের সফর চলবে নভেম্বরজুড়ে। ১৫ নভেম্বর মেলবোর্ন, ১৬ নভেম্বর ব্রিসবেন, ২২ নভেম্বর অ্যাডিলেড ও সর্বশেষ ২৩ নভেম্বর পার্থের মঞ্চে গাইবেন খালিদ হাসান মিলুর উত্তরসূরি প্রীতম।