ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি সবসময়ই থাকেন আলোচনায়- কখনো অভিনয় দিয়ে, কখনো ব্যক্তিগত জীবন বা খোলামেলা বক্তব্যের কারণে। এবার এক বিশেষ অনুষ্ঠানে নিজের বর্তমান জীবনযাপন ও ফিটনেস ধরে রাখার রহস্য উন্মোচন করলেন তিনি।
পরীমণি বলেন, ‘আমি স্পেশালি কিছুই করছি না। আমি ভাতও খাচ্ছি, আইসক্রিমও খাচ্ছি। ঠিকঠাক মতো ঘুমাতেও যেতে পারি না রুটিন করে, ঠিকঠাক মতো জাগতেও পারি না। ‘মেইনটেইন জীবনযাপন’ যাকে বলে, খুব ট্রাই করছি।’
তিনি জানান, যেহেতু তার দুই সন্তানই ছোট, তাই তাদের ঘুম ও জাগরণের সময় প্রায়ই গুলিয়ে যায়। ফলে সন্তানদের সঙ্গে তাল মিলিয়েই তার দিনযাপন করতে হয়।
পরীমণি বলেন, ‘মূলত ওদের পেছনে দৌড়াতে দৌড়াতেই আমি ফিটনেসটা ব্যাক পাচ্ছি।’
অভিনেত্রীর ভাষায়, মা হিসেবে সন্তানের দেখভাল করতে গিয়ে যে মানসিক ও শারীরিক পরিশ্রম করতে হয়, সেটিই তাকে স্বাভাবিকভাবে ফিট থাকতে সাহায্য করছে।
এ সময় জন্মদিন ও উপহার সম্পর্কে নিজের ভিন্ন দৃষ্টিভঙ্গিও তুলে ধরেন তিনি।
পরীমণির মতে, ‘আমার মনে হয়, সবাই একটু উইশ করলো, ‘হ্যাপি বার্থডে’ বলল- ওই ব্যাপারটাই আমার কাছে অনেক বড় গিফট।’
তার কথায় স্পষ্ট, জীবনযাপনে সরলতা ও মাতৃত্বের আনন্দই এখন পরীমণির সবচেয়ে বড় প্রেরণা।

