ঢাকা রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫

শাকিবের প্রতি মিনিটের মূল্য পৌনে দুই লাখ টাকা!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫, ১১:৩০ এএম
চিত্রনায়ক শাকিব খান।

মেগাস্টার শাকিব খানকে নিয়ে বর্তমানে সরগরম মিডিয়া অঙ্গন। একের পর এক নতুন লুক নিয়ে হাজির হচ্ছেন নায়ক। সম্প্রতি তার আসন্ন সিনেমা ‘সোলজার’-এর লুক প্রকাশ্যে আসে; আর তা ঘিরে দর্শকদের আগ্রহ ওঠে তুঙ্গে। ঠিক এই সময়েই ওই লুকে আন্তর্জাতিক এক্সেসরিজ ব্র্যান্ডের নতুন শোরুম উদ্বোধনে হাজির বাংলার কিং খান। অল্প কিছুক্ষণের জন্য তার উপস্থিতির মুহূর্তের ভিডিও ছড়িয়ে পরে অন্তর্জালে।

তবে সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে তা হলো- এই আয়োজনে শাকিব খান মাত্র ২০ মিনিটে নাকি নিয়েছেন ৩৫ লাখ টাকা। তার মানে প্রতি মিনিটে বাংলার কিং খান নিয়েছেন পৌনে দুই লাখ টাকা। বিষয়টি নিয়ে নেটদুনিয়ায় শাকিবের সমালোচনায় বুদ নেটিজেনরা।

বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন জনপ্রিয় উপস্থাপক ও রেডিও জকি গোলাম কিবরিয়া। তিনি লিখেছেন, ‘বাংলাদেশের সুপারস্টার সময় দিয়েছে ২০ মিনিট। পেমেন্ট নিয়েছে ৩৫ লাখ। কাজ ছিল একটা ব্র্যান্ড প্রোমোটের! কোথাও সেই ব্র্যান্ডের নাম নাই ফেসবুকে। এমনকি সুপারস্টারের কোথাও ব্র্যান্ড ট্যাগ দেখিনি। সবাই আছে তার গোঁফ আর লুক নিয়ে। ইন্টারেস্টিং। কোন এজেন্সি করেছে এই ইভেন্ট ম্যানেজমেন্ট?’

এদিকে রাজধানীর বনানীতে অনুষ্ঠিত হওয়া আলোচিত সেই ইভেন্টের বেশ কয়েকটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন শাকিব খান। যদিও সেখানে মাত্র ২০ মিনিটে তিনি কত টাকা নিয়েছেন সে বিষয়ে জানানো হয়নি কিছুই। তবে বিষয়টি নিয়ে সামাজিকমাধ্যমজুড়ে আলোচনা-সমালোচনা চলছেই।

সোলজার সিনেমাটি প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স। এই সিনেমায় শাকিব খানকে একজন দেশপ্রেমিক হিসেবে দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়তে দেখা যাবে। অ্যাকশন–ড্রামা ঘরানার এই সিনেমাটি চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা শোনা যাচ্ছে।