ঢাকা রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫

নেত্রকোনায় বাক ও শ্রবণ প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগ

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫, ১২:১১ পিএম
আটপাড়া থানা। ছবি: রূপালী বাংলাদেশ

নেত্রকোনার আটপাড়া উপজেলায় এক বাক ও শ্রবণ প্রতিবন্ধী কিশোরীকে (১৮) ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

ঘটনাটি ঘটে শুক্রবার (৭ নভেম্বর) উপজেলার শুনই ইউনিয়নের ইছাইল গ্রামে। আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত বাবু মিয়া (২৪) একই গ্রামের সাবেক ইউপি সদস্য নান্দু মিয়ার ছেলে। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের সময় কিশোরীর বাবা মসজিদে ছিলেন এবং মা নদীতে গোসল করতে গিয়েছিলেন। এই সুযোগে বাবু মিয়া প্রলোভন দেখিয়ে কিশোরীকে এক নির্জন ঝুপড়ি ঘরে নিয়ে ধর্ষণ করে।

পরে কিশোরী কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে এবং শারীরিক অক্ষমতার কারণে কথা বলতে না পারলেও হাতে লিখে পরিবারের সদস্যদের পুরো ঘটনাটি জানায়। এরপর পরিবারের সদস্যরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আটপাড়া থানার (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, ভুক্তভোগীর পরিবার থানায় লিখিত অভিযোগ করেছে। অভিযুক্ত বাবু মিয়া ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।