দেশজুড়ে ধীরে ধীরে তৈরি হচ্ছে শীতের আমেজ। তবে উত্তরের জেলা পঞ্চগড়ে এর প্রভাব পড়েছে সবচেয়ে আগে। উত্তর হিমালয় অঞ্চল থেকে বয়ে আসা হিমেল বাতাস আর ঘন কুয়াশায় ভোর থেকেই তৈরি হচ্ছে শীতের আবহ।
রোববার (৯ নভেম্বর) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত কয়েক দিনের ব্যবধানে তেঁতুলিয়ায় তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গেছে। উত্তর দিক থেকে নেমে আসা শীতল বাতাস ও ভোরের কুয়াশায় শীতের অনুভূতি ভালোই টের পাচ্ছে সীমান্তবর্তী এই এলাকার মানুষ।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় গণমাধ্যমকে বলেন, ‘গত কয়েকদিন ধরেই আবহাওয়ায় পরিবর্তন দেখা যাচ্ছে। বিশেষ করে সন্ধ্যা ও ভোরের দিকে ঠান্ডা বাড়ছে। আজ সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী দিনগুলোতে এ তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।’
হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন এ অঞ্চলের সাধারণ খেটে খাওয়া মানুষ। বিশেষ করে, পাথর শ্রমিক, দিনমজুর, রিকশাচালক, ও ভোরের দিকে বাইরে কাজ করা শ্রমজীবী মানুষদের কষ্ট বেড়েছে। স্থানীয়রা বলছেন, ভোরের দিকে ঘন কুয়াশা এবং ঠান্ডা বাতাসে এখনই শীতের আমেজ বইছে।
আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। ফলে দেশের উত্তরাঞ্চলে শীতের প্রভাব ধীরে ধীরে বাড়বে এমনকি সেটা বিস্তৃত হবে দেশের অন্যান্য অঞ্চলেও।

