মানিকগঞ্জের শিবালয়ে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে বিএনপির তিন নেতা ও এক টেইলার্স দোকানির বিরুদ্ধে মামলা হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে শিবালয় থানায় এ মামলা করেন।
পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, গত ২৯ অক্টোবর দুপুরে উপজেলার নয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে স্থানীয় বাজারের টেইলার্স দোকানি পরিমল দর্জি (৩৮) ১০ টাকার লোভ দেখিয়ে দোকানে ডেকে নিয়ে যৌন নির্যাতন করে। পরে শিক্ষার্থী বাড়িতে গিয়ে মায়ের কাছে বিষয়টি জানায়। মা তাৎক্ষণিকভাবে স্কুলে গিয়ে শিক্ষকদের জানান এবং শিক্ষকরা বিষয়টি ম্যানেজিং কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে মীমাংসার চেষ্টা করেন।
ওই রাতে শিক্ষার্থীর বাবা থানায় অভিযোগের প্রস্তুতি নিলে স্থানীয় উথলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান (৫০), স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক (৪৫) এবং বিএনপি নেতা সৈকত আলী (৩৫) পরিমলের পক্ষ নিয়ে শিক্ষার্থীর বাবাকে বাজারে ডেকে ভয়ভীতি দেখিয়ে থানায় অভিযোগ না করার জন্য চাপ দেয়।
পরবর্তীতে ৫ নভেম্বর সকালে ওই ব্যক্তিরা আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবাকে খুন-জখমের হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
নিরাপত্তাহীনতায় ভুক্তভোগীর পরিবার অবশেষে শুক্রবার (৭ নভেম্বর) রাতে থানায় মামলা দায়ের করে।
এ ঘটনায় শনিবার ভুক্তভোগী শিক্ষার্থী আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে বলে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল মোমিন।
শিবালয় থানার ওসি এসএম আমান উল্লাহ বলেন, ‘শিক্ষার্থীকে যৌন নির্যাতন এবং ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে চারজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
অভিযুক্তদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাদের কাউকে পাওয়া যায়নি। ফলে তাদের বক্তব্য জানা যায়নি।



