বাগেরহাটের ফকিরহাটে খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী হাইওয়ে থানার সামনে নিয়ন্ত্রণ হারানো সেতু ডিলাক্স পরিবহনের চাপায় তামিরুল (১২) নামে এক কিশোর নিহত হয়েছে।
রোববার (৯ নভেম্বর) সকালে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি বাস রাস্তার পাশে থাকা পিলার ভেঙে রাস্তা পার হওয়া তামিরুলকে চাপা দেয়।
স্থানীয়রা ও পুলিশ জানায়, পুলিশ রেকার দিয়ে বাসের নিচ থেকে তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত তামিরুল কুমিল্লার বাসিন্দা বলে জানা গেছে। তিনি বাবার সঙ্গে লকপুরে একটি ওয়ার্কশপে কাজ করতেন।
কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. জাফর আহমেদ জানান, বাসটি আটক করা হয়েছে, তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


