লিওনেল মেসির চোখ ধাঁধানো পারফরম্যান্সে ইতিহাস রচনা করল ইন্টার মিয়ামি। এমএলএস কাপ প্লে-অফের প্রথম রাউন্ডের 'বেস্ট অব থ্রি' সিরিজের নির্ণায়ক ম্যাচে ন্যাশভিল এসসিকে ৪-০ গোলে বিধ্বস্ত করে ক্লাবটি প্রথমবারের মতো ইস্টার্ন কনফারেন্স সেমিফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছে।
আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি এদিন আবারও দেখালেন কেন তিনি 'ফুটবলের জাদুকর'। তার জোড়া গোল ও জোড়া অ্যাসিস্টে ভর করে মিয়ামি দাপটের সঙ্গে জয় তুলে নেয়।
এদিন ম্যাচের ১০ মিনিটের মাথায় ন্যাশভিলের ম্যাথিউ করকোরানের ভুল পাসে বল পেয়ে যান মেসি। এরপর আত্মবিশ্বাসী ড্রিবল করে বক্সের বাইরে থেকে জোরালো শটে প্রথম গোলটি করে দলকে এগিয়ে দেন তিনি।
ম্যাচের ৩৯ মিনিটে জর্দি আলবার লম্বা পাস ন্যাশভিলের ওয়াকার জিমারম্যান ক্লিয়ার করতে ব্যর্থ হলে, বল চলে যায় মাতেও সিলভেত্তির কাছে। সিলভেত্তি সতর্কভাবে মেসিকে ব্যাক পাস দেন এবং অরক্ষিত মেসি সহজেই বল জালে জড়িয়ে ২-০ করেন।
দলের গুরুত্বপূর্ণ স্ট্রাইকার লুইস সুয়ারেজ এক ম্যাচের নিষিদ্ধ হলেও তাদেও আলেন্ডে দুর্দান্ত খেলেন।
খেলার ৭৩ মিনিটে মেসি ও আলবার সুন্দর কম্বিনেশনের পর আলবার ব্যাক পাসে আলেন্ডে প্রথম গোল করেন। এর ৩ মিনিট পর মেসির থ্রু পাস থেকে বল পেয়ে ঠান্ডা মাথায় গোলকিপারের মাথার উপর দিয়ে বল জালে পাঠিয়ে আলেন্ডে মিয়ামির ৪-০ গোলের জয় নিশ্চিত করেন।
এই গোলের অ্যাসিস্টের মাধ্যমে মেসি তার ক্যারিয়ারের ৪০০তম অ্যাসিস্ট পূর্ণ করেন।


