ঢাকা রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫

ব্রিসবেন হিটের বিপক্ষে মেলবোর্ন রেনেগেডসের জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫, ০১:৩৬ পিএম
ছবি: সংগৃহীত

নিয়মিত অধিনায়ক সোফি মোলিনিউক্সের অনুপস্থিতিতে মেলবোর্ন রেনেগেডসের দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক জর্জিয়া ওয়্যারহ্যামের ক্যারিয়ারের সেরা বোলিংয়ে ব্রিসবেন হিটকে সাত উইকেটের ব্যবধানে হারিয়ে দিল রেনেগেডস।

আলান বর্ডার ফিল্ডে রবিবার অনুষ্ঠিত এই ম্যাচে ওয়্যারহ্যাম তার অসাধারণ লেগস্পিনে মাত্র ১২ রান দিয়ে ৩ উইকেট নিয়ে হিটদের ব্যাটিং লাইনআপে ধস নামান। ম্যাচের শেষে তিনি ব্যাট হাতেও দলের জয় নিশ্চিত করেন।

প্রথমে ব্যাট করতে নেমে হালকা বৃষ্টির মধ্যেই ব্রিসবেন হিট ২০ ওভারের শেষ বল পর্যন্ত ১৩৩ রানে অলআউট হয়। এদিন ভারতের জেমিমাহ রদ্রিগেজ (৬ রান) দ্রুত আউট হন, তবে দক্ষিণ আফ্রিকার নাদিন ডি ক্লার্ক দুর্দান্ত ফর্মে ছিলেন।

ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার চিনেল হেনরি ২৯ রান করে দর্শকদের মন জয় করলেও, তিনিও ওয়্যারহ্যামের শিকার হন।

ওয়্যারহ্যাম শুধু নিজের বোলিংয়েই নন, বরং সহ-স্পিনার এলিস ক্যাপসি এবং নতুন যুক্ত হওয়া টেস ফ্লিন্টফফ-সহ বোলারদের চমৎকারভাবে ঘুরিয়ে খেলিয়ে হিটদের বড় স্কোর করা থেকে বিরত রাখেন।

ম্যাচের পর বৃষ্টি বাড়ায়, ফলে রেনেগেডসের রান-চেজ আট ওভারে সংক্ষিপ্ত করা হয় এবং ডি এল এস (DLS) পদ্ধতিতে লক্ষ্য নির্ধারিত হয় ৬৬ রান। রান তাড়া করতে নেমে রেনেগেডস শুরুতেই ২ ওভারে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও, অধিনায়ক জর্জিয়া ওয়্যারহ্যাম এবং কোর্টনি ওয়েব-এর জুটি দলকে রক্ষা করে।

তারা দ্রুত রান তুলে মাত্র তিন বল বাকি থাকতেই দলের সাত উইকেটের জয় নিশ্চিত করেন।