ঢাকা রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫

নেইমারের পজিশন বদলের ইঙ্গিত আনচেলত্তির

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০৯:৩৯ পিএম
নেইমার জুনিয়র ও কার্লো আনচেলত্তি। ছবি: সংগৃহীত

ব্রাজিল সুপারস্টার নেইমার জুনিয়রকে নিয়ে নতুন ভাবনায় আছেন জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি। দীর্ঘদিন ধরে চোটে ভোগা এই তারকাকে আর উইঙ্গার ভূমিকায় দেখতে চান না অভিজ্ঞ এই ইতালিয়ান কোচ।

তার মতে, নেইমারের বর্তমান ফিটনেস বিবেচনায় তাকে মাঠের কেন্দ্রে (মাঝমাঠে) খেলানোই বেশি যুক্তিযুক্ত।

গত অক্টোবরের হাঁটুতে গুরুতর চোটের পর থেকে ব্রাজিল জার্সিতে আর দেখা যায়নি নেইমারকে। আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পরও ফিটনেস সমস্যার কারণে তিনি বারবার জাতীয় দলে উপেক্ষিত হয়ে আসছেন। তাই নেইমারকে কেন্দ্রীয় আক্রমণভাগে রাখার সম্ভাবনা দেখছেন কোচ।

ব্রাজিলের ফুটবলভিত্তিক ম্যাগাজিন ‘প্লাকারকে’ দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, আমি মনে করি, এখন তার মাঝমাঠে খেলা উচিত। কারণ বর্তমান সময়ে উইঙ্গারদের শুধু আক্রমণেই নয়, রক্ষণেও বড় ভূমিকা থাকে। মাঝমাঠে খেললে রক্ষণে দায় কম থাকে, আর গোলের সুযোগও বেশি পাওয়া যায়।

তিনি আরও বলেন, বিশেষ করে একজন প্রতিভাবান খেলোয়াড়কে যদি গোলের কাছাকাছি রাখা যায়, সে আরও কার্যকর হয়। তার জন্য ‘ফলস নাইন’ পজিশনটাই আদর্শ হতে পারে।

নেইমারকে দলে না রাখার প্রশ্নে আনচেলত্তির ব্যাখ্যা দিয়ে বলেন, জাতীয় দল, কোচিং স্টাফ—সবাইই আশা করছে নেইমার দ্রুতই ফিরে পাবেন তার সেরা শারীরিক অবস্থা। আধুনিক ফুটবলে শুধু প্রতিভা নয়, ফিটনেস ও তীব্রতাও সমান গুরুত্বপূর্ণ।

এদিকে, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জানুয়ারিতে নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরে এলেও, মৌসুম শেষে তার চুক্তি নবায়নে এখনও সিদ্ধান্তহীন ক্লাব কর্তৃপক্ষ।