ঢাকা রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫

১৭ বছর পর যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করবে বলিভিয়া

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫, ০১:১৮ পিএম
রদ্রিগো পাজ ও ল্যান্ডাউ। ছবি- সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রদূত পর্যায়ে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করতে যাচ্ছে বলিভিয়া। শনিবার (৮ নভেম্বর) এক যৌথ ঘোষণায় এ তথ্য জানান বলিভিয়ার প্রেসিডেন্ট রদ্রিগো পাজ ও যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ।

লা পাজ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

বলিভিয়ার নতুন মধ্য-ডানপন্থি প্রেসিডেন্ট পাজ বলেন, ‘আমরা এই সম্পর্ক পুনঃস্থাপন করতে যাচ্ছি।’ যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ জানান, সম্পর্ক রাষ্ট্রদূত পর্যায় থেকে পুনরায় শুরু হবে।

তৎকালীন বামপন্থি প্রেসিডেন্ট ইভো মোরালেস যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিককে বলিভিয়া থেকে বহিষ্কার করেন। তার অভিযোগ ছিল, ওই মার্কিন দূত তাদের দেশে একটি ডানপন্থি ষড়যন্ত্রে জড়িত। পাল্টা প্রতিক্রিয়ায় ওয়াশিংটনও বলিভিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করে।