ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

বাড়ির ফটকে আগুন, পুড়ল এনসিপি নেতার স্যান্ডেল-পাপোশ

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ০১:৪৬ পিএম
পুড়ে যাওয়া স্যান্ডেল-পাপোশ। ছবি- সংগৃহীত

নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) প্রীতম সোহাগের বাড়ির ফটকে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার (৯ নভেম্বর) রাত ১২টার দিকে সদর উপজেলার গজিনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

রাজনৈতিক বিরোধের জেরে আতঙ্ক সৃষ্টি করতেই এই অগ্নিসন্ত্রাস- এমন অভিযোগ করেছেন প্রীতম সোহাগ।

তিনি জানান, রাত আনুমানিক ১২টার দিকে বাড়ির মূল ফটকের সামনে আগুন ধরানো হয়। এতে তার স্ত্রীর স্যান্ডেল, পাপোশসহ ফটকের কিছু অংশ পুড়ে যায় এবং ওপরে থাকা বিদ্যুতের কার্ড মিটার ক্ষতিগ্রস্ত হয়। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আগুন নিভে গেলে বিষয়টি টের পাওয়া যায় সোমবার সকাল ৬টার দিকে, পাশের বাড়ির বাসিন্দারা তাকে ডেকে জানান।

প্রীতম সোহাগ বলেন, ‘ধারণা করছি পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি গ্যাস লাইটার উদ্ধার হয়েছে। আমার চাচাতো ভাই রাত সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেলে তিনজনকে আমার বাড়ি থেকে বের হতে দেখেছেন। ধারণা করা হচ্ছে, তারাই এই কাজটি করে পালিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক প্রতিপক্ষ যারা রাজনৈতিকভাবে আমার সঙ্গে পেরে উঠতে পারছে না, তারাই এই হীন কাজ করেছে। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আমি ১১ নম্বর কেন্দ্রীয় সমন্বয়ক ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের নেতৃত্বও দিয়েছি- এসব ভয়ভীতি দিয়ে দমিয়ে রাখা যাবে না। আইনের আওতায় আনার জন্য দাবি জানাচ্ছি।’

এ ঘটনায় সোমবার সকাল ৭টার দিকে তিনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে আগুনে ক্ষতিগ্রস্ত ফটকের ভিডিও আপলোড করেন।

নেত্রকোনা মডেল থানার ওসি কাজি শাহনেওয়াজ বলেন, ‘এনসিপি নেতার বাড়ির গেটে আগুন দেওয়ার বিষয়টি শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। তদন্ত চলছে; তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’