জাতীয় ক্রিকেট দল সিলেটে, নারী দল বিকেএসপিতে এবং যুবা দল রাজশাহীতে খেলা অবস্থায় থাকলেও রাজধানীতে এক দিনব্যাপী কনফারেন্স আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে উপস্থিত ছিলেন বোর্ডের সহসভাপতি ফারুক আহমেদ। কিন্তু হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং রাজধানীর এক পাঁচ‑তারকা হোটেল থেকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
পরে চিকিৎসকরা তাকে কার্ডিয়াক কেয়ার ইউনিট (সিসিইউ)-তে ভর্তি করেন। চিকিৎসায় দেখা গেছে, তার হৃৎপিণ্ডে (হার্টে) একটি ব্লক ধরা পড়েছে। তাই সন্ধ্যায় রিং (স্টেন্ট) বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
বর্তমানে ফারুকের শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে বলে বিসিবির একজন শীর্ষ পরিচালক ‘ঢাকা পোস্টকে’ নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগামীকালই তাকে কেবিনে স্থানান্তর করা হবে।
ফারুক আহমেদ সম্প্রতি বিসিবির নির্বাচন শেষে পুনরায় বোর্ডে যুক্ত হয়েছেন। এই নির্বাচনের পর তিনি কার্যকরভাবে বোর্ড কার্যক্রমে অংশগ্রহণ করছেন।


