ভারতের তামিলনাড়ুতে আগামী ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য ‘FIH Hockey Men’s Junior World Cup Tamil Nadu 2025’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় যুব হকি দল।
এবারের আয়োজনে বিশ্বের মোট ২৪টি দেশ ৬টি পুলে প্রতিদ্বন্দ্বিতা করবে। এশিয়া অঞ্চল থেকে বাংলাদেশসহ ভারত, চীন, জাপান, কোরিয়া ও ওমান খেলবে।
রোববার (৯ নভেম্বর) ঢাকাস্থ বিমান বাহিনীর ফ্যালকন হলে বাংলাদেশ হকি ফেডারেশনের উদ্যোগে দলের জার্সি উন্মোচন, ফটোসেশন ও ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি।
অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ এবং হকি ফেডারেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এবারের টুর্নামেন্টে বাংলাদেশ ‘এফ’ পুলে খেলবে। একই পুলে শক্তিশালী দল ফ্রান্স, অস্ট্রেলিয়া ও কোরিয়া রয়েছে। পুল পর্বে প্রথম ম্যাচে ২৯ নভেম্বর চেন্নাইয়ের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামবে লাল-সবুজের যুবরা।


