ঢাকা রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫

শেরপুরে বিএনপির মনোনয়নবঞ্চিত নেতার সমর্থকদের বিক্ষোভ

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫, ০৮:২৯ পিএম
শেরপুরে বিএনপির মনোনয়নবঞ্চিত নেতা শফিকুল ইসলাম মাসুদের সমর্থকদের বিক্ষোভ। ছবি- রূপালী বাংলাদেশ

শেরপুর-১ (সদর) আসনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদকে মনোনয়ন না দেওয়ায় শহরে বিক্ষোভ ও মিছিল করেছেন তার কর্মী-সমর্থকেরা।

রোববার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ মিছিল বের করা হয়। মিছিল শেষে প্রার্থী পরিবর্তনের দাবিতে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

কর্মী-সমর্থক সূত্রে জানা গেছে, বিকেল তিনটা থেকেই শেরপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরের রঘুনাথ বাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হন। পরে সেখান থেকে তারা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে ফিরে আলোচনা সভায় অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক দোলায়ার হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন: জেলা বিএনপির সদস্য আমিনুল ইসলাম, হাসানুর রেজা জিয়া, জেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, জেলা মহিলা দলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া আলম প্রমুখ।

বক্তারা বলেন, ‘শেরপুরের তৃণমূলের মানুষের জননেতা হচ্ছেন শফিকুল ইসলাম মাসুদ। তিনি দলের ত্যাগী ও পরীক্ষিত নেতা। আমরা চাই শেরপুর-১ আসনে পূর্ণমূল্যায়ন করে দলের প্রার্থী পরিবর্তন করে শফিকুল ইসলাম মাসুদকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হোক।’

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি শফিকুল ইসলাম মাসুদকে মনোনয়ন না দেওয়া হয়, তাহলে তৃণমূলের নেতাকর্মী ও ভোটারদের নিয়ে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।

দোলায়ার হোসেন বলেন, শফিকুল ইসলাম দলের পরীক্ষিত ও জনপ্রিয় নেতা। যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি তৃণমূলের নন। শফিকই শেরপুর সদর আসনের সবচেয়ে জননন্দিত নেতা।

উল্লেখ্য, শেরপুর জেলার তিনটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। শেরপুর-১ আসনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সানসিলা জেবরিন পিয়াঙ্কাকে দলীয় প্রার্থী করা হয়েছে। এই আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন শফিকুল ইসলাম মাসুদ।