ঢাকা রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫

এখনো কোনো দলের সঙ্গে গণঅধিকারের জোটের সিদ্ধান্ত হয়নি: নুর

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫, ০৮:৫০ পিএম
নুরুল হক নুর। ফাইল ছবি

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচনে দেশের ৩০০ আসনেই প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ। এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটে যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’

তিনি জানান, দেশের ও রাষ্ট্রের স্বার্থ বিবেচনায় রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে তফসিল ঘোষণার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

রোববার (৯ নভেম্বর) বিকেলে গাইবান্ধার সাদুল্লাপুর বহুমুখী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভিপি নুর বলেন, ‘আমরা চাঁদাবাজ, দখলবাজ, ভূমিদস্যু ও সংঘাতমুক্ত একটি নতুন বাংলাদেশ চাই। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে তরুণ প্রজন্ম দীর্ঘদিন আন্দোলন করেছে, আগামীতে তাদেরই সুযোগ দিতে হবে। নতুন বাংলাদেশ গড়তে গণঅভ্যুত্থানের ছাত্র-জনতাকেই সিদ্ধান্ত নিতে হবে, আগামী নির্বাচনে কার কাছে তারা ভোট দেবেন।’

এ সময় গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী) আসনে দলের মনোনীত প্রার্থী হিসেবে জেলা গণঅধিকার পরিষদের সহসভাপতি মো. সুরুজ্জামান সরকার ওরফে খাজার নাম ঘোষণা করেন নুর। তিনি বলেন, ‘তিনি সৎ ও যোগ্য প্রার্থী এবং নির্বাচনে ট্রাক মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করতে হবে।’

উত্তরাঞ্চলের দীর্ঘদিনের বঞ্চনার প্রসঙ্গ টেনে নুর বলেন, ‘সুযোগ পেলে গাইবান্ধায় কৃষি বিশ্ববিদ্যালয় এবং উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। পাশাপাশি বালাসিঘাটে টানেল নির্মাণসহ যোগাযোগ, কৃষি ও অর্থনৈতিক খাতের উন্নয়ন ঘটানো হবে। রংপুর সুগার মিল, পাটকলসহ বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে এবং শিক্ষাক্ষেত্রে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা হবে।’

গণভোট বিষয়ে নুর আরও বলেন, ‘আগামী ডিসেম্বরে নির্বাচন তফসিল ঘোষণা হতে পারে। তাই তফসিলের আগে গণভোট আয়োজনের বাস্তবতা নেই। আমরা চাই জাতীয় নির্বাচনের সাথেই একই দিনে গণভোট হোক। তবে অবশ্যই গণভোটের মাধ্যমে জুলাই সনদকে গণভিত্তি ও আইনি ভিত্তি দিতে হবে।’

গণভোট ও সাংগঠনিক কার্যক্রমকে সামনে রেখে আয়োজিত জনসভায় গণঅধিকার পরিষদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মন্নাফ সভাপতিত্ব করেন।

এ সময় বক্তব্য রাখেন: জেলা সভাপতি এস.এস. মামুন, প্রার্থী মো. সুরুজ্জামান সরকার, সাধারণ সম্পাদক সামিউল ইসলাম, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, সাদুল্লাপুর উপজেলা সভাপতি আমিনুল রহমান ও সদস্য সচিব শরিফুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

এর আগে, ভিপি নুর রংপুর থেকে সড়ক পথে পীরগাছা ও সুন্দরগঞ্জের বামনডাঙ্গা–নলডাঙ্গা হয়ে জনসভাস্থলে পৌঁছান। জনসভা শেষে তিনি সুন্দরগঞ্জে উপজেলা ও পলাশবাড়ী উপজেলা শহরে এক পথসভায় যোগ দেন।