ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

ভুট্টোর প্রাণ নিল জমির বিরোধ

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫, ০৯:৪১ পিএম
ছবি- সংগৃহীত

বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের কৃত্তনিয়া গ্রামে জায়গা-জমিসংক্রান্ত পূর্বশত্রুতার জেরে দুপক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। রোববার (০৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কৃত্তনিয়া গ্রামের দুটি পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় মৃত সাজুর ছেলে ভুট্টো (৫০) ঘটনাস্থলেই নিহত হন। অপর পক্ষের আবু সাঈদের ছেলে স্বাধীন (১৮) গুরুতর আহত হন। স্থানীয়রা আহত স্বাধীনকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাবতলী মডেল থানার ওসি সেরাজুল ইসলাম বলেন, জায়গা-জমিসংক্রান্ত পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।