দলীয় শৃঙ্খলা ভঙ্গ, হাঙ্গামা ও সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় ৫ নেতাকে সব ধরনের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি।
রোববার (৯ নভেম্বর) রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে অভ্যন্তরীণ হাঙ্গামা, রক্তপাত ও সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান (হিরণ), যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম খোকন, সদস্য মাসুদ পারভেজ কার্জন, গৌরীপুর পৌর বিএনপির সদস্যসচিব সুজিত কুমার দাস ও যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান পলাশকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিএনপি জানায়, সংগঠনের ভাবমূর্তি রক্ষা ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, বিকেল থেকে গৌরীপুর আসনে বিএনপির মনোনয়ন পাওয়া ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন ও মনোনয়নবঞ্চিত তায়েবুর রহমান হিরনের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে দু'পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।

