ঢাকা রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫

তামিমের সেঞ্চুরিতে জয় পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫, ০৬:২৩ পিএম
ছবি: সংগৃহীত

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজ বাঁচাতে শেষ ম্যাচে জয় নিশ্চিত করলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক তামিম। টানা দুই ম্যাচ হারের পর গুরুত্বপূর্ণ এই জয়ে ২-২ সমতায় শেষ হলো সিরিজ।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সুযোগ পায় আফগানিস্তান। নির্ধারিত ৫০ ওভারে তারা ৮ উইকেট হারিয়ে ২০৮ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ ৪৫ ওভার ৫ বলে ৮ উইকেট হারিয়ে লক্ষ্যমাত্রা অতিক্রম করে।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা বাংলাদেশের জন্য সহজ ছিল না। মাত্র ৫ বল খেলে ৩ রান করে সাজঘরে ফেরেন ওপেনার শাহরিয়ার আহমেদ। পরের ব্যাটসম্যান কালাম সিদ্দিকি অ্যালেনও বড় ইনিংস করতে ব্যর্থ হন—২৫ বলে ১৫ রান করে আউট হন।

৪১ রানে ২ উইকেট হারানোর পর তামিম এবং রিজান মিলে তৃতীয় উইকেটের জুটি গড়ে ৪৪ রান যোগ করেন। রিজান আউট হলে এক রানের জন্য ফিরেছেন আবদুল্লাহ, ফলে দল একশ’র আগেই ৪ উইকেট হারায়।

এরপর পঞ্চম উইকেটে ফরিদ হাসানের সঙ্গে যোগ দিয়ে জয়ের পথে দলের দারুণ নেতৃত্ব দেন তামিম। ফরিদ আউট হওয়ার পর কিছুক্ষণ বিপদে থাকলেও তামিম দারুণ এক ইনিংস খেলেন। ১১৮ বল মোকাবিলায় শতরান পূর্ণ করে আউট হওয়া তামিমের ইনিংসই ছিল দলের জয়ের পুঁজি।

শেষদিকে নতুন ব্যাটার স্বাধীন এসে প্রথম বলেই চার মেরে দলের জয় নিশ্চিত করেন।

অন্যদিকে আফগানিস্তানের পক্ষ থেকে ওসমান সাদাত ৬৮ রান করে দলের জন্য লড়াই করেন। মাহবুব খানও ৪০ রান যোগ করেন। বাংলাদেশের পক্ষে বশির ২ উইকেট নেন।