ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

নভেম্বরে একাধিক লঘুচাপের আভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ০৭:৩৫ পিএম
নভেম্বর মাসে একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা হচ্ছে। ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

চলতি নভেম্বর মাসে বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপের আভাস দিয়েছে আবাহাওয়া অফিস, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এমনটাই জানানো হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, চলতি মাসে সাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে অন্তত একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, নভেম্বর মাসে চট্টগ্রাম, সিলেট, রাজশাহীসহ অন্যান্য বিভাগগুলোয় ৩ থেকে ৬ দিন বৃষ্টি হতে পারে, যা দেশে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, চলতি মাসে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও খুলনা বিভাগে চার থেকে পাঁচদিন, ময়মনসিংহ ও রংপুর বিভাগে তিন থেকে চারদিন এবং বরিশাল বিভাগে পাঁচ থেকে ছয়দিন বৃষ্টিপাত হতে পারে।

আবাহাওয়া অফিস আরও বলছে, নভেম্বরে দেশের কোথাও-কোথাও এবং নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আর দেশের প্রধান নদ-নদীগুলোর স্বাভাবিক প্রবাহ বজায় থাকতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।