ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ০৮:৫৯ পিএম
শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা। ছবি- রূপালী বাংলাদেশ

শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নভেম্বর মাসের মাসিক সভা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ নভেম্বর) জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন শেরপুর জেলার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।

সভায় জেলা প্রশাসক বলেন, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে এবং এ বিষয়ে সকল দপ্তর ও নাগরিকের সহযোগিতা কামনা করেন।

পুলিশ সুপার উল্লেখ করেন, জেলার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল এবং অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতকরণে জেলা পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি সভায় উপস্থিত সকলের প্রতি সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় আরও আলোচনা করা হয়, জেলায় চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সার্বিক প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতির বিষয়ে।

সভায় উপস্থিত সদস্যরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার অঙ্গীকার ব্যক্ত করেন।