নিজের জন্মদিনে রীতিমতো ঘোষণা দিয়েই ডিজিটাল প্ল্যাটফর্ম 'আইজ অন স্টুডিও'র ইউটিউব চ্যানেলে প্রথম পডকাস্টে বসেছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। প্রতি সোমবার রাত দশটায় উন্মুক্ত হচ্ছে তার পডকাস্ট 'অপুর পাঁচালী'র পর্ব। এখন পর্যন্ত তিনটি পর্ব প্রচার হয়েছে।
আইজ অন স্টুডিওর পডকাস্টে বগুড়া থেকে ঢাকায় এসে চলচ্চিত্রে জায়গা করে নেওয়া, অবন্তী থেকে অপু বিশ্বাস হয়ে ওঠা, শাকিবের সঙ্গে প্রেম নিয়ে যে গল্পগুলো বলেছেন তার ভক্ত এবং মিডিয়াপ্রেমীরা লুফে নিয়েছেন। যদিও কেউ কেউ সমালোচনাও করেছেন।
[89321[
আইজ অন সূত্রে জানা গেছে, এই সোমবারের পর্বে অপু এমন কিছু বলেছেন, যা পুরাতন বিতর্ককে উস্কে দিতে পারে। তিনি সবসময় বলে এসেছেন যে, বিয়ের সংবাদ গোপন রাখার সিদ্ধান্তটি শাকিব নিজে নিয়েছেন এবং নিজের ক্যারিয়ারের কথা ভেবে অপুকে প্রকাশ করতে দেননি। কিন্তু আইজ অন ইউটিউব চ্যানেলে নিজের পডকাস্টে অপু বলেছেন, শাকিব নয়, দুজনের সিদ্ধান্তে বিয়ের কথাটি গোপন রাখা হয়েছিল। এতদিন পর তার এই কথা শাকিব ভক্তরা সহজভাবে গ্রহণ করবেন কিনা তাই দেখার বিষয়। কারণ, অপুর সেই সময়ের বক্তব্যের কারণে সামাজিকভাবে যথেষ্ট অপমানিত হয়েছিলেন শাকিব খান।
এদিকে, আগামী পর্ব মানে পাঁচ নম্বর পর্বেই শেষ হতে যাচ্ছে পডকাস্ট অপু বিশ্বাসের প্রথম পডকাস্ট 'অপুর পাঁচালী' সিজন ওয়ান। জানা গেছে, সন্তান জয়ের জন্ম নিয়ে নানা কথা বলেছেন প্রথম সিজনের শেষ পর্বে।

