ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

লিফলেট বিতরণে শামসুল আলমের বার্তা: জনগণের অধিকার ফিরিয়ে আনব

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ০৭:২৫ পিএম
লিফলেট বিতরণে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম। ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রাম-৯ আসনের কোতোয়ালিতে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ কর্মসূচি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।

সোমবার (১০ নভেম্বর) থানাধীন কাজীর দেউরীতে বিকেল ৫টায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শামসুল আলম বলেন, ‘আমরা ঘরে ঘরে যাচ্ছি শুধু একটি বার্তা নিয়ে—দেশের মালিক জনগণ, তাদের অধিকার ফিরিয়ে আনতে হবে। দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা হচ্ছে পরিবর্তনের রূপরেখা। এটি শুধু রাজনীতি নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ার নকশা।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দপ্তর সম্পাদক শওকত আজম খাজা, যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন মুবিন, চকবাজার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুর হোসেন, নগর বিএনপির সাবেক সদস্য শফিকুল ইসলাম, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব সারোয়ার উদ্দিন, ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. সেকান্দর, ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আকতার খান, ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. এমরান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল কাদেরসহ নগর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

কর্মসূচির সময় এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছিল। নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে হাতে ৩১ দফা লিফলেট বিতরণ করেন এবং জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান।