সিলেট হার্ট ফাউন্ডেশনের সংকট এখন চরম আকার ধারণ করেছে। গত কয়েক দিন ধরে পরিচালনা পরিষদের একাধিক সদস্য পদত্যাগের যে গুঞ্জন শোনা গিয়েছিল, গতকাল সোমবার দুজন সিনিয়র সদস্য পদত্যাগের মধ্য দিয়ে তা বাস্তব হলো।
এদিন পরিষদের সহসাধারণ সম্পাদক মাহবুব সোবহানী চৌধুরী এবং ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার তাদের পদত্যাগপত্র পরিষদের সভাপতি প্রফেসর ডা. মো. আমিনুর রহমান লস্করের কাছে জমা দেন। পদত্যাগকারী দুজনই সিলেটের পরিচিত মুখ এবং নিজেদের ক্ষেত্রে প্রতিষ্ঠিত।
পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, সভাপতি ও সদস্যসচিবের স্বেচ্ছাচারিতা মাত্রা ছাড়িয়ে গিয়েছে। তা ছাড়া তাদের এসব পদে দায়িত্ব দেওয়ার আগে বিষয়টি জানানো হয়নি এবং সম্মতিও নেওয়া হয়নি। বিষয়টি অসৌজন্যমূলক। পদত্যাগপত্র জমা দেওয়ার সময় সভাপতি ছাড়াও পরিষদের সহসভাপতি ডা. মো. আলতাফুর রহমান উপস্থিত ছিলেন।
এদিকে ওই সময় উপস্থিত একটি সূত্র জানায়, পদত্যাগের সময় ডা. মো. আমিনুর রহমান লস্কর পদত্যাগকারীদের সাথে চরম অসৌজন্যমূলক আচরণ করেন। ক্ষুব্ধ হয়ে বিষয়টি পদত্যাগের পরপরই তারা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি খোন্দকার আবদুল আউয়াল রেজভি এবং সম্পাদক প্রফেসর ফজিলাতুন্নেছা মালিককে অবহিত করেন।

