ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীকে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়ায় মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারা পৌর শহরে এক বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে উক্ত কর্মসূচি পালিত হয়।
র্যালিটি ভেড়ামারা বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ড চত্বরে এক পথসভার মাধ্যমে শেষ হয়। কর্মসূচিতে উপজেলা বিএনপির সদস্যসচিব মো. শাজাহান আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শিহাবুল ইসলাম মেম্বার, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইন্দোনেশিয়া সিটু, মোকারিমপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, ভেড়ামারা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোখলেসুর রহমান সবুজ, সদস্যসচিব মোশারফ হোসেন, ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনিরুজ্জামান জুয়েল, সদস্যসচিব এস এস আল হুসাইন সোহাগসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

