স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ। একইসঙ্গে ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতার পরিবর্তন এবং কিছু বিভাগের আসনসংখ্যা কমানো হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
সাইফুল ইসলাম বলেন, ‘পোষ্য কোটা বাতিলের জন্য শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই আন্দোলন ও দাবি জানিয়ে আসছিল। তাদের সেই দাবির পরিপ্রেক্ষিতে আমরা এই কোটাব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত নিয়েছি।’
উল্লেখ্য, পোষ্য কোটায় ১৬৬টি আসন ছিল, যা এবার শূন্য থাকবে। রোববার সকাল দশটায় উপাচার্যের দপ্তরে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। সেখানে ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তনসহ পোষ্য কোটার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
সভায় আরও উপস্থিত ছিলেন সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খান, সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন এবং ভর্তি কার্যক্রম সংশ্লিষ্ট কর্মকর্তারা।


