ঢাকা বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

ভারতকে হারানোই আমাদের লক্ষ্য: কাবরেরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫, ১০:২২ পিএম
ছবি: সংগৃহীত

এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন শেষ হলেও বাছাইপর্বের ম্যাচে মর্যাদার লড়াইয়ে মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশ। আগামী ১৮ নভেম্বর ঘরের মাঠে ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে দল চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে।

স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা জানিয়েছেন, ‘ভারত ম্যাচের জন্যই দল বিশেষভাবে প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, সেরা একাদশের সঙ্গে বেঞ্চের ছয় খেলোয়ার মিলিয়ে ১৭ জনকে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে যথাসম্ভব ম্যাচ টাইম দেব। ভারতের বিপক্ষে জিততেই আমাদের মনোযোগ।’

কাবরেরা আরও বলেন, ‘অবশ্যই, ভারতকে হারানোই আমাদের লক্ষ্য। পারফরম্যান্স ভালো হলেও কাঙ্ক্ষিত তিন পয়েন্ট এখনো পাইনি। আশা করি, ভারত ম্যাচে সেটা বদলাতে পারব।’

ঢাকায় আসার পর আজ প্রথম অনুশীলন করেছেন হামজা চৌধুরী। আগামীকাল রাতে দলের সঙ্গে যোগ দেবেন শোমিত শোম।