ঢাকা বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে ককটেল বিস্ফোরণ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ১২:১১ এএম
ককটেল বিস্ফোরণের পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি

রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ধানমন্ডির ১১/এ এলাকার ট্রাইব্যুনাল গেটের সামনে এ বিস্ফোরণ ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান গণমাধ্যমকে বলেন, বিস্ফোরণের পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে, যাতে জড়িতদের শনাক্ত করা যায়।

তিনি আরও জানান, নিরাপত্তার স্বার্থে ট্রাইব্যুনাল এলাকার চারপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।