রাজধানীর হাতিরঝিল এলাকায় ইস্পাহানী বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সকাল ৭টা ৫০ মিনিটে ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ডিএমপি বলছে, ইস্পাহানী বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের গেটের সামনে ফ্লাই ওভারের ওপর থেকে একটি ককটেল নিক্ষেপ করা হয়। তা বিস্ফোরিত হয়। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তবে কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে ডিএমপির দেওয়া বার্তায় কিছুই জানানো হয়নি।
এর আগে গতকাল সোমবার রাজধানীর বেশ কয়েকটি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেওয়া হয়েছে বাসে আগুনও।
এমনকি ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা আলম এশিয়া পরিবহন নামে একটি বাসেও আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসের ভেতর ঘুমিয়ে থাকা অবস্থায় চালক জুলহাস মিয়া পুড়ে অঙ্গার হয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সোয়া ৩টার দিকে ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান বাজারের পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

