ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

পল্টন মোড়ে পাঁচ দাবিতে ৮ দলের সমাবেশ শুরু

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫, ০৩:১০ পিএম
পল্টনে সমাবেশ শুরু করছে ৮ দল। ছবি- সংগৃহীত

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ পাঁচ দাফা দাবিতে আন্দোলনরত আটটি রাজনৈতিক দলের সমাবেশ শুরু হয়েছে রাজধানীর পল্টন মোড়ে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চে এ সমাবেশ শুরু হয়। দলগুলোর শত শত নেতাকর্মী মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দিচ্ছেন।

সমাবেশস্থলে দুপুরের আগেই তিনটি ট্রাকে মঞ্চ প্রস্তুতের কাজ শুরু হয়। আগাম ঘোষণা অনুযায়ী যুক্ত হয়ে সমাবেশ করছে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা আটটি দল- বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

সমাবেশে বক্তব্য দেবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই), বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, জাগপার সহসভাপতি প্রকৌশলী রাশেদ প্রধান, খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসিত আজাদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী এবং বিডিপির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁন। দলগুলোর বিভিন্ন পর্যায়ের নেতারাও বক্তব্য দেবেন।

আন্দোলনরত দলগুলোর পাঁচ দাবি হলো-

১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি এবং নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন;

২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু;

৩. সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন;

৪. ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার;

৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।