ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

ঢাকায় ট্রাকচাপায় শিশু নিহত, এলাকায় শোকের মাতম

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫, ০৪:০৮ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

পিরোজপুর সদর উপজেলার দক্ষিণ গাজীপুরের ৭ বছর বয়সি শিশু তানহা মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার সাভার বাজার এলাকায়।

প্রতিবেশীদের ও পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, তানহা তার খালুর বাড়ি থেকে ব্যাটারি চালিত অটোকিশা দিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়।

সাভার বাজার বাসস্ট্যান্ডে পৌঁছালে সে পেছনের দিক থেকে আসা একটি ট্রাকের চাপায় গুরুতর আহত হয়। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেতলে রক্তাক্ত হয়। পরিবারের আর কেউ হতাহত হয়নি।

গুরুতর আহত তানহাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর বাবা মোঃ সাইফুল ইসলাম খান গণমাধ্যমকে জানান, তানহা তাদের দুই সন্তানের বড়। এদের ছোট একটি পুত্র সন্তান রয়েছে, যার বয়স সাড়ে ৫ বছর। তানহা ইন্দুরকানীর পাড়েরহাট মৎস্য বন্দরের কিন্ডারগার্ডেনের কেজি শ্রেণির ছাত্রী ছিল।

পরিবার সূত্রে জানা যায়, শোকের মাতমে মাতোয়া হয়েছে গ্রামের বাসিন্দারা। তানহাকে মঙ্গলবার নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করার প্রস্তুতি চলছে।