ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

আকাশ রঞ্জনের ‘পরহেজগার মেয়ে’ ওরা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫, ০৬:০৩ পিএম
আকাশ ও জান্নাতুন তাজরি ওরা। ছবি- সংগৃহীত

নাট্যকার, অভিনেতা ও পরিচালক আকাশ রঞ্জন। এক দশকের বেশি সময় ধরে তিনি বাংলাদেশের নাট্যাঙ্গনের সঙ্গে সম্পৃক্ত। জীবনধর্মী গল্প নিয়েই কাজ করতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন। নির্মাণের পাশাপাশি অভিনয়ে সরব আকাশ।

সম্প্রতি তিনি অভিনয় করেছেন ‘পরহেজগার মেয়ে’ নামের একটি একক নাটকে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুন তাজরি ওরা। এই নাটকের মাধ্যমে অভিনয়ে নাম লেখালেন তিনি। নাটকটিতে ওরা কুসুম চরিত্রে অভিনয় করেছেন। আকাশ রঞ্জনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নাজমুল হুদা নাজিম।

নতুন নাটক প্রসঙ্গে আকাশ রঞ্জন দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘নাটকের নাম দেখলেই বোঝা যায় ধর্মভীরু মেয়েকে ঘিরে গল্প এগিয়ে যাবে। ভালো বউয়ের মূল্য অনেক পরিবার দিতে পারে না। নাটকটিতে বার্তা আছে। নতুন মুখ হিসেবে ওরা বেশ ভালো অভিনয় করেছেন। লেগে থাকলে অনেক দূরে যাবে। আশা করছি, নাটকটি সবার ভালো লাগবে।’

‘পরহেজগার মেয়ে’ নাটকে আরও অভিনয় করেছেন মম শিউলি, রাহুল দেব রাজ প্রমুখ। কাব্য মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত নাটকটি খুব শিগগিরই প্রচার হবে বলে জানা গেছে।